হোম > সারা দেশ > ঢাকা

কুয়েত মৈত্রী হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

ঢাবি প্রতিনিধি

সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে যথাযথ আয়োজন না থাকায় এবং বিভিন্ন সময়ে প্রাধ্যক্ষ ড. নাজমুন নাহারের বিরুদ্ধে শিক্ষার্থী হয়রানির অভিযোগ এনে পদত্যাগের দাবি তুলেছেন হলের শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘এক দফা এক দাবি, প্রভোস্টের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রভোস্ট তুই গেলি কই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনরত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, মেয়েদের বাকি হলগুলোতে তিন দিন যাবৎ পূজা উপলক্ষে আয়োজন চলছে, কিন্তু আমাদের হলে কিছু হয়নি। এর আগে হলে আগুন লাগে, তখনো প্রভোস্ট আসেননি। বিভিন্ন সময়ে প্রভোস্ট আমাদের হয়রানি করেন, ফেসবুকে পোস্ট দিলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে তাঁর রুমে ডাকেন। আমরা প্রভোস্টের পদত্যাগ চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে এসেছে, আমরা তাদের কথা শুনছি ; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি আমলে নেবেন।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব