হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে ডাববোঝাই পিকআপ উল্টে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ডাব বোঝাই পিকআপ উল্টে পড়ে আছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ডাববোঝাই একটি পিকআপ উল্টে পড়ায় ঢাকাগামী লেনে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পিকআপটি মোল্লাবাজার এলাকায় পৌঁছালে একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছনে দ্রুতগতির কোনো যানবাহন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক।

পিকআপ উল্টে সড়কে পড়ে থাকায় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় দেড় ঘণ্টা পর শিবচর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পিকআপচালক মামুন বলেন, ‘ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার শাহবাগে যাচ্ছিলাম। হঠাৎ করে চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায়। ডাব রাস্তায় ছড়িয়ে পড়ে।’

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান বলেন, ‘পিকআপটিতে অতিরিক্ত মালামাল ছিল, যার কারণে গাড়িটি উল্টে গেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। আমরা দ্রুত সড়ক থেকে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা