হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে ডাববোঝাই পিকআপ উল্টে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ডাব বোঝাই পিকআপ উল্টে পড়ে আছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ডাববোঝাই একটি পিকআপ উল্টে পড়ায় ঢাকাগামী লেনে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পিকআপটি মোল্লাবাজার এলাকায় পৌঁছালে একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পেছনে দ্রুতগতির কোনো যানবাহন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক।

পিকআপ উল্টে সড়কে পড়ে থাকায় ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় দেড় ঘণ্টা পর শিবচর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পিকআপচালক মামুন বলেন, ‘ভোলা থেকে ডাব নিয়ে ঢাকার শাহবাগে যাচ্ছিলাম। হঠাৎ করে চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে যায়। ডাব রাস্তায় ছড়িয়ে পড়ে।’

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান বলেন, ‘পিকআপটিতে অতিরিক্ত মালামাল ছিল, যার কারণে গাড়িটি উল্টে গেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। আমরা দ্রুত সড়ক থেকে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ