হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে খেতে কাজের সময় বজ্রপাত, মা-ছেলেসহ নিহত ৪ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ও শহরতলীর হাজীপুরে এ ঘটনা ঘটে। 

আলোকবালী গ্রামে নিহতরা হলেন–একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তাঁর ছেলে ইমন মিয়া (১০), ধান কাটা শ্রমিক রায়পুরার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২০)। তাঁরা জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। 

অপরজন হলেন শহরতলীর হাজিপুর চকপাড়ার মোসলেহ উদ্দিন (৫৫)। ঝড় বৃষ্টির সময় তিনি বাইরে বের হয়ে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। 

নিহত সুফিয়া বেগমের স্বামী কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, স্ত্রী, সন্তান ও আরও একজন সকাল থেকে মাঠের জমিতে ধান কাটছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন। হঠাৎ করে বজ্রপাত হলে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী ও সন্তানসহ ধান কাটা শ্রমিককে মৃত ঘোষণা করেন। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘বজ্রপাতে পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালের মর্গে গিয়ে লাশ পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল