রাজধানীর উত্তরার 'উত্তরা রিক্রিয়েশন ক্লাব লিমিটেড' ও বিমানবন্দরের 'ঢাকা অ্যাভিয়েশন ক্লাব' এ পৃথক অভিযান অভিযান চালিয়ে ৪১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১। সংস্থাটির সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমান তুষার বুধবার (২৮ জুলাই) দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের জসিম উদ্দিন অ্যাভিনিউ সড়কের ২২ নম্বর বাড়ির তৃতীয় তলার 'উত্তরা রিক্রিয়েশন ক্লাব লিমিটেড' এ মঙ্গলবার (২৭ জুলাই) অভিযান চালানো হয়। এ সময় ২৭ জন জুয়াড়িকে তিন লাখ চার হাজার ৪২০ টাকা, ৭৯ সেট কার্ড ও ৩১টি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই জুয়াড়িরা হলেন জাহিদ হোসেন (৪৯), মো. জাহাঙ্গীর (৫১), মাসুদ রানা (৪৫), নুরুল হক (৬৩), সোহেল আবেদীন রানা (৪০), দেবাশীষ কান্তি দাস (৪০), শাহেদ আলম (৫৪), আ. করিম (৫০), এমএ সেলিম (৬১), মাসুদুল আলম ভূঁইয়া (৪২), মো. ফরহাদ (৫১), সাখাওয়াত হোসেন (৪৮), মো. আসাদুজামান (৪৫), এ কে এম আলমগীর হোসেন (৫২), জাহাঙ্গীর হোসেন (৪২), মোর্শেদ আলম (৪৬), আসাদ হোসেন বুলবুল (৫২), রায়হান উদ্দিন (৪৩), সোহেল আহমেদ (৫৩), মাইন উদ্দিন (৫৫), নুরুল ইসলাম পাটোয়ারি (৬৭), শামিম উদ্দিন (৪৪), শাহ আলম (৪৮), মো. ইসমাঈল (৫১), আমিরুল ইসলাম (৫১), আবু মূসা (৫২) ও আব্দুল মালেক (৪৪)।
এএসপি মুশফিক বলেন, একই রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের ৭ নং সড়কের ১৫ নম্বর বাড়ির চতুর্থ তলার 'ঢাকা অ্যাভিয়েশন ক্লাব লিমিটেড' ক্লাবে অভিযান চালানো হয়। সেখান থেকে জুয়া খেলার ৬৮ হাজার ৯০ টাকা, ৩২ সেট কার্ড ও ১৭টি মোবাইলসহ ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জুয়াড়িরা হলেন আনোয়ার হোসেন আসাদ (৪৫), কামরুল হুদা চৌধুরী (৫৫), আলীনুর রহমান (৫৪), জাকির মোহাম্মদ আব্দুল্লাহ (৫৫), ইব্রাহিম শিকদার (৫০), হারিজ উদ্দিন (৫৮), জাহাঙ্গীর আলম (৫০), মাসুদ রানা (৩৫), সাইফুল ইসলাম (৬৩), মাহবুব হোসেন (৫৫), মজিবর রহমান (৫১), জাবেদ হোসেন সাকিব (৪০), শহিদুল ইসলাম (৪৯) ও সাদিকুল ইসলাম (৬০)।
গ্রেপ্তার হওয়া ৪১ জন জুয়াড়ির বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।