হোম > সারা দেশ > গাজীপুর

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন চাপুলিয়া এলাকায় চুরির অপবাদে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে পুলিশ হাত-পা বাঁধা তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত হ্যাভেন ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, হ্যাভেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি