হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাড্ডা থেকে তরুণীর লাশ উদ্ধার 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডা এলাকায় এক তরুণী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। নিহত তরুণীর নাম হ্যাপী মণি (২৩)।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাড্ডার হাজীপাড়ার আব্দুল্লাহবাগ মসজিদের পাশের বাসায় ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হ্যাপীর ভাই ফজলে রাব্বী বলেন, তাঁরা বাড্ডার আব্দুল্লাহবাগ মসজিদের পাশের বাসায় ভাড়া থাকেন। বাবা জাফর হোসেন অনেক আগেই মারা গেছেন। তাঁদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তশাহ বাংলাবাজার গ্রামে। চার ভাই ও দুই বোনের মধ্যে হ্যাপী ছিলেন দ্বিতীয়।

রাব্বী আরও বলেন, মা ফিরোজা বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন তাঁরা। হ্যাপী উত্তর বাড্ডা রত্নগর্ভা ফরিদাজামান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। সকাল থেকে নিজের রুমেই ছিলেন। দুপুর ১২টার দিকে হ্যাপীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাঁরা। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে বাড্ডা থানার পুলিশকে জানানো হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’