হোম > সারা দেশ > নরসিংদী

মায়ের মৃত্যুর এক ঘণ্টা পরই মেয়ের মৃত্যু 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এক ঘণ্টার ব্যবধানে মা হাছেনা বানু (৮০) ও মেয়ে নূরুন্নাহার দয়ার (৬০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাছেনা বানু কৃষ্ণপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। নূরুন্নাহার একই উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন হাছেনা বানু। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এদিকে মোবাইল ফোনে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে নূরুন্নাহার দয়া দ্রুত বাবার বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় স্বজনেরা তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহারকে মৃত ঘোষণা করেন। নূরুন্নাহারের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছেন।

নূরুন্নাহারের ভাই মো. বিল্লাল হোসেন বলেন, ‘মা মারা যাওয়ার খবর শুনে বাড়িতে এসেই অজ্ঞান হয়ে পড়েন আমার বোন। পরে তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।’ 

মো. বিল্লাল হোসেন আরও বলেন, মা ও বোনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির