হোম > সারা দেশ > নরসিংদী

মায়ের মৃত্যুর এক ঘণ্টা পরই মেয়ের মৃত্যু 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে এক ঘণ্টার ব্যবধানে মা হাছেনা বানু (৮০) ও মেয়ে নূরুন্নাহার দয়ার (৬০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাছেনা বানু কৃষ্ণপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। নূরুন্নাহার একই উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন হাছেনা বানু। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এদিকে মোবাইল ফোনে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে নূরুন্নাহার দয়া দ্রুত বাবার বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় স্বজনেরা তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহারকে মৃত ঘোষণা করেন। নূরুন্নাহারের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছেন।

নূরুন্নাহারের ভাই মো. বিল্লাল হোসেন বলেন, ‘মা মারা যাওয়ার খবর শুনে বাড়িতে এসেই অজ্ঞান হয়ে পড়েন আমার বোন। পরে তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।’ 

মো. বিল্লাল হোসেন আরও বলেন, মা ও বোনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা