হোম > সারা দেশ > নরসিংদী

জোড়া খুনের মামলায় খায়রুল কবির খোকন কারাগারে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করলে বিচারক মেহনাজ সিদ্দিকী এ আদেশ দেন। 

এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টায় রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটকের বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলার আসামি খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি। পরে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এর আগে চলতি বছরের ২৬ মে ছাত্রদলের জেলা কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীদের আন্দোলনের সময় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম নামে এক কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাঁর নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। 

গতকাল বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে নরসিংদী জেলা আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে মামলার বাদীর পরিবার ও এলাকাবাসী।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট