হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাট। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ করছে বিআইডব্লিউটিএ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের র‍্যাম পানিতে ডুবে যাওয়ায় তা রেকারের মাধ্যমে তোলার কাজ চলছে। পানি বৃদ্ধির কারণে ঘাটটি নিম্ন স্তর থেকে মধ্য স্তরে উন্নীত করা হচ্ছে। তবে ঘাটটি বন্ধ থাকলেও ফেরি চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘাট এলাকায় যানজট বা যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়নি। বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, ‘সকালে এসে দেখি ৭ নম্বর ঘাটের র‍্যাম পানির নিচে। ফেরি এলেও গাড়ি ওঠানামা করতে পারছে না। পরে ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন কাজ চলছে।’

ঝিনাইদহ থেকে আসা পশুবাহী ট্রাকের চালক আবুল কাশেম বলেন, ‘ঘাটে কোনো ভিড় নেই। আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠতে পারছি। প্রথমে ৭ নম্বর ঘাটে গিয়েছিলাম, কিন্তু বন্ধ দেখে ৩ নম্বর ঘাটে এসেছি, এখন ফেরিতে উঠব।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পানি বাড়ায় ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে যায়। ফলে যানবাহন ওঠানামা করতে না পারায় ঘাটটি সকাল থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিকেলের মধ্যেই মেরামত সম্পন্ন করে ঘাট সচল করা হবে।

তিনি আরও জানান, ঘাটটি সাময়িক বন্ধ থাকলেও এলাকায় যানজট বা ভোগান্তি নেই। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির