হোম > সারা দেশ > ঢাকা

২৯ রোজাতেও খোলা থাকবে সরকারি অফিস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।

সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট