হোম > সারা দেশ > ঢাকা

২৯ রোজাতেও খোলা থাকবে সরকারি অফিস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।

সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে