হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান-শপিংমলে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

গাজীপুরের শ্রীপুরে গড়ে ওঠা বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান শপিংমল বহুতল ভবনে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। কোনো কোনো কেমিক্যাল কারখানায় উৎপাদিত ক্লোরিন নামক গ্যাস উৎপাদন করছে। যা বিস্ফোরণ হলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ব্যাপক প্রাণহানি হবে। 

কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে এ ধরনের প্রতিষ্ঠান শপিংমলের মালিকেরা যত্রতত্র গড়ে তুলছেন শিল্প প্রতিষ্ঠান শপিংমল ও বহুতল ভবন। সম্প্রতি সারা দেশে আগুন লাগার পর বিভিন্ন কারখানা শপিংমল ও বহুতল ভবন পরিদর্শন করে এসব তথ্য উপস্থাপন করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে এগুলোর সমাধান আনতে না পারলে অগ্নিকাণ্ড অথবা বিস্ফোরণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

আজ সোমবার সম্প্রতি সারা দেশে অগ্নিকাণ্ড নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এসব কথা বলেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আরও বলেন, ‘সম্প্রতি সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান শপিংমল বহুতল ভবন পরিদর্শন করা হচ্ছে।’ 

ইউএনও আরও বলেন, ‘শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় শপিংমল ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ এই শপিংমলে কেনাকাটা করতে আসে। সবচেয়ে বেশি আশঙ্কার কথা হলো শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের এএসএম কেমিক্যাল নামক একটি কেমিক্যাল কারখানায় উৎপাদিত হচ্ছে ক্লোরিন নামক একটি গ্যাস। যা বিস্ফোরণ হলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই কারখানায় কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।’ 

এসিল্যান্ডকে সঙ্গে নিয়ে দ্রুত সময়ের মধ্যে এ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার করার জন্য ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারকে নির্দেশনা দেন ইউএনও। 

আইনশৃঙ্খলা মিটিংয়ের প্রধান অতিথি শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বলেন, ‘স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করা হবে। 

রসায়নবিদ সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লোরিন গ্যাসটি খুবই মারাত্মক। বেশি ঘনত্বযুক্ত গ্যাস একজন মানুষ বা প্রাণীর মৃত্যু পাঁচ মিনিটের মধ্যে ঘটিয়ে দিতে পারে। এর দীর্ঘ মেয়াদি প্রভাবও অনেক। তবে ক্লোরিন গ্যাস যেহেতু শ্বাস প্রশ্বাসকে আটকে দিতে পারে, সুতরাং এটি পুরো পরিবেশের বাস্তুসংস্থানের জন্যই হুমকির। এই গ্যাস উৎপাদন ও বাজারজাতের জন্য কঠিন নিয়ম না মানলে তা হবে বড় ধরনের দুর্ঘটনার কারণ।’ 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাবউদ্দিন, শ্রীপুর থানার পরিদর্শন তদন্ত আব্দুল কুদ্দুস, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক আকন্দসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সংবাদকর্মীরা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ