হোম > সারা দেশ > ফরিদপুর

শেখ হাসিনা নির্বাচনকে তামাশায় পরিণত করেছেন: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনা নির্বাচনকে একটা তামাশায় পরিণত করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। আজ রোববার বিকেলে শহরের অম্বিকা ময়দানে ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর আয়োজন করেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের ১৭ বছরের যে যুদ্ধ, যে কষ্ট, যে ত্যাগ, সেখানে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। তাঁকে অন্যায়ভাবে ছয়টি বছর মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছিল। বন্দী অবস্থায় তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে শুনতে পেয়েছিলাম। তাঁকে বলা হয়েছিল, আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান তাহলে আপনাকে জামিন দেওয়া হবে। তারপরও তিনি স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করেছেন খালেদা জিয়া।’

স্বৈরাচার পতনের পর এখনো ভোটাধিকার না পেয়ে আক্ষেপ প্রকাশ করে বিএনপির নেত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাই নাই। আমাদের অনেক ভাই-বন্ধু এখনো একটা ব্যালট পেপার বাক্সে ভরে দেখতে পারে নাই। শেখ হাসিনা নির্বাচনকে একটা তামাশায় পরিণত করেছিল। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘হাসিনা চলে গেছে; কিন্তু ষড়যন্ত্র যায় নাই। সবচেয়ে দুঃখজনক হলো, গত ১৫ বছর যারা আমাদের মাঝে ছিল না, যাদের কখনো কোনো আন্দোলন-সংগ্রামে দেখি নাই, তাদের ঘাড়ের ওপরে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ প্রমুখ।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা