হোম > সারা দেশ > ঢাকা

কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে আইসিটি মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এই আদেশ দেন। 

মামলার অভিযোগ গঠন ও অব্যাহতির আবেদন খারিজের বিরুদ্ধে আসিফের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। 

অভিযোগ গঠনের বিরুদ্ধে অব্যাহতির আবেদন গত ১৩ জানুয়ারি খারিজ করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে আগামী ২৩ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এই অবস্থায় ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসিফ আকবর। 

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ২০১৮ সালের ৪ জুন আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় ওই মামলা করেন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। মামলার পরদিন আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি। আইসিটি আইনের ওই মামলায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। 

অভিযোগপত্র অনুযায়ী, অনুমতি ছাড়াই অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন আসিফ। ২০১৮ সালের ২ জুন এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শফিক তুহিন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরদিন রাতে আসিফ ফেসবুক লাইভে তুহিনকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ হুমকি দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট