রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা মো. আবেদ আলী বলেন, বিকেলে কাজের কথা বলে বাসা থেকে বের হন ইসমাইল। এর কিছুক্ষণ পর জানতে পারি নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আহত হয়। দ্রুত তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইসমাইলের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। স্ত্রী শিউলি আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে পূর্ব নাখালপাড়ায় থাকতেন। আগে ব্যবসা করলেও সম্প্রতি তেমন কিছুই করতেন না ইসমাইল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নাখালপাড়ায় রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় একটি ট্রেনের ধাক্কায় মারা যান ইসমাইল। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।