হোম > সারা দেশ > গাজীপুর

সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে জরিমানা, নেওয়া হলো মুচলেকা

গাজীপুরের শ্রীপুরে সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

অর্থ জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তিনি বলেন, ‘বর ও কনে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিয়ের বয়স হয়নি। এ কারণে তাদের বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ ছাড়া বর ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’ 

শ্রীপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি উপজেলা সহকারী কমিশনারকে পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।’ 

বাল্যবিবাহের বর ও কনে সহপাঠী বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল। যা কিছুদিন আগে প্রকাশ পায়। অন্য শিক্ষার্থীর মধ্যে এর প্রভাব পড়তে পারে তাই তাদের শাস্তি হিসেবে বিদ্যালয়ে আসা নিষেধ করা হয়।’

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা