হোম > সারা দেশ > গাজীপুর

সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে জরিমানা, নেওয়া হলো মুচলেকা

গাজীপুরের শ্রীপুরে সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

অর্থ জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তিনি বলেন, ‘বর ও কনে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিয়ের বয়স হয়নি। এ কারণে তাদের বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ ছাড়া বর ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’ 

শ্রীপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি উপজেলা সহকারী কমিশনারকে পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।’ 

বাল্যবিবাহের বর ও কনে সহপাঠী বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল। যা কিছুদিন আগে প্রকাশ পায়। অন্য শিক্ষার্থীর মধ্যে এর প্রভাব পড়তে পারে তাই তাদের শাস্তি হিসেবে বিদ্যালয়ে আসা নিষেধ করা হয়।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন