বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ও ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
১২ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই অভিযোগ করেছেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, শনিবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে এহসানুল হুদাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।
এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট। ওই সভায় যোগ দিতে এসেছিলেন জাতীয় দলের চেয়ারম্যান।
সভায় জোট নেতারা এহসানুল হুদাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর সন্ধান ও মুক্তি দাবি করেন।