হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫, ড্রেজারে আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে বালুমহালের নির্ধারিত অংশের বাইরে থেকে বালু তোলার প্রতিবাদে ড্রেজারে হামলা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ড্রেজারের শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারা দেওয়া বালুমহালের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ড্রেজারের শ্রমিকেরা গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে বালু উত্তোলন করছেন। এতে তীরবর্তী বসতভিটা ও ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসী সকালে বালু উত্তোলনকাজে বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।

চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, ‘বালুমহালটির ইজারা হয়েছে ভাসানচর মৌজায়। অথচ তারা এসে চর আব্দুল্লাহ মৌজায় জমির কাছ থেকে বালু উত্তোলন করছে। এখানে আমাদের প্রায় চার একর জমি রয়েছে। জমি ও বসতভিটা রক্ষায় গ্রামবাসী বাধা দিয়েছে।’

জানতে চাইলে বালুমহালের ইজারাদার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা তিন দিন আগে বালু উত্তোলন শুরু করি এবং প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে কাজ করছি। হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে কিছু লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায় ও ড্রেজারে আগুন দেয়।’

এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একটি ড্রেজারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। তবে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক