হোম > সারা দেশ > ঢাকা

রাষ্ট্র সংস্কারের পথসভায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লুটপাট, দুর্নীতি, অর্থপাচার ও ভোট জালিয়াতির সরকারের পদত্যাগ, সংবিধান সংস্কার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে পথসভা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এরমধ্যে কল্যাণপুরে সভা করার সময় বাধা দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে পথসভা করে সংগঠনটি। সভায় বক্তারা জানান, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে সংবিধান সংশোধন করতে হবে। অন্যথায় দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

গাবতলী বাস টার্মিনালের সামনে সভা শেষে কল্যাণপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে পথসভা চলাকালীন সভায় বাঁধা দেয় পুলিশ। এ সময় সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাইমুল ইসলাম নয়নের মোবাইল কেড়ে নেয় তারা। পুলিশের সঙ্গে তর্কবিতর্কের মধ্যেই কল্যাণপুরে পথসভা শেষ করে সংগঠনটি। এ সময় কেনো বাধা দেওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজী হয়নি মিরপুর থানা-পুলিশের সদস্যরা।

সভায় সরকারি পরীক্ষার ফি বাতিলের দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক দিদারুল ভূইয়া বলেন, ‘চাকরির পরীক্ষার জন্য সাত শ টাকা দিয়ে ফরম পূরণ করতে হয় ৷ কিন্তু এই বেকারদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। সরকার শুধু জিডিপি নিয়ে আছে। আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু সরকার আমাদের কথার কোন দাম দিচ্ছে না। আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এনেছি কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। যে সংবিধানের মাধ্যমে এভাবে জনগণের কথার কোনো দাম না দিয়ে সরকারে থাকা যায় সেই সংবিধান পরিবর্তন করতে হবে।’ 

সভায় সংগঠনটির জাতীয় সমন্বয়ক আদিল আমজাদ হোসেন বলেন, ‘দেশে প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। অন্যদিকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে। অর্থমন্ত্রী জানেন না, টাকা কীভাবে পাচার হয়, কারা পাচার করে। বাজেট কীভাবে হয়, কীভাবে খরচ হয় তা জনগণ কিছু জানে না। ৩০০ টাকার পর্দা ১ লক্ষ টাকায় কেনে, ১০০ টাকার বালব দশ হাজার টাকায় কিনে বাজেট সমন্বয় হয়। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, সংবিধানের যথাযথ সংস্কার না করলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না।’ 

জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সমন্বয়ক নাইমুল ইসলাম নয়ন বলেন, ‘বাজেটে প্রতিবছর বিভিন্ন প্রকল্পের জন্য বাজেট হয়, বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়তে থাকে। সেসব বাড়তি টাকাও আমাদের কাছ থেকেই নেওয়া হয়। কিন্তু এসব টাকার কোন হিসেব দেওয়া হয় না। অনুমানের ওপর নির্ভর করে প্রকল্প পাশ করা হয়। বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে। কুইক রেন্টালের কথা বলে বছর বছর হাজার হাজার টাকা গচ্চা দেওয়া হচ্ছে।’

সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক লিটন কবিরাজ বলেন, ‘করোনায় অনেকেই চাকরি হারিয়েছে। কারও আয় বৃদ্ধির কোন খবর নাই। অন্যদিকে ১০০ টাকার তেল ২০০ টাকা। খাবার কিনতে গিয়ে বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, ওষুধ কেনার টাকা থাকে না। আজকে গাড়ির ড্রাইভার, হেলপাররা নিজ চেষ্টায় ড্রাইভার, হেলপার হয়েছে। সরকারি কোনো সহায়তা নাই। অথচ দাওয়াত খাইতে গেলেও এখন সরকারের পারমিশন লাগে।’

এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না জানিয়ে লিটন কবিরাজ বলেন, ‘আমরা কি শ্রীলঙ্কার চেয়ে খুব ভালো আছি? কথা বলতে গেলে গুম, হামলা, মামলা দেওয়া হয়। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সামনের দিনে রান্নাঘরে কি চুলা জ্বলবে? ঘরে বসে থাকার সময় নাই। রাজপথে নামেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।’

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত