হোম > সারা দেশ > ঢাকা

মা হারানো ৪ বছরের শিশুকে নানির জিম্মায় দিলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মা হারানো পাবনার চার বছরের শিশুকন্যাকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। সাবালিকা হওয়া পর্যন্ত সে নানির কাছেই থাকবে। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।

বাবার জিম্মায় দেওয়া বিচারিক আদালতের আদেশ বাতিল করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চ এই রায় দেন। 

জানা যায়, শিশুটির জন্ম ২০১৯ সালের ৩০ মে। জন্মের ১০ দিন পর মা মারা যান। তখন থেকেই সে নানি ও খালার কাছে থাকে। এর মধ্যে পাঁচ মাস বয়সের সময় শিশুটিকে পেতে বাবা আদালতের দ্বারস্থ হন। তবে আদালত শিশুটিকে নানি ও খালার জিম্মায় রাখার আদেশ দেন। সেখানে অন্তত সাত বছর রাখার কথা বলা হয়। পরে বাবা রিভিশন আবেদন করলে গত বছরের ২২ সেপ্টেম্বর পাবনার অতিরিক্ত জেলা জজ আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন। আর সেই আদেশ বাতিল চেয়ে নানি হাইকোর্টে আবেদন করেন। 

হাইকোর্ট শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তাঁরা আজ হাজির হন। আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা বলে। এরপর হাইকোর্ট শিশুটিকে নানির জিম্মায় দেন। 

নানি জাহানারা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার