হোম > সারা দেশ > ঢাকা

মা হারানো ৪ বছরের শিশুকে নানির জিম্মায় দিলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মা হারানো পাবনার চার বছরের শিশুকন্যাকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। সাবালিকা হওয়া পর্যন্ত সে নানির কাছেই থাকবে। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।

বাবার জিম্মায় দেওয়া বিচারিক আদালতের আদেশ বাতিল করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চ এই রায় দেন। 

জানা যায়, শিশুটির জন্ম ২০১৯ সালের ৩০ মে। জন্মের ১০ দিন পর মা মারা যান। তখন থেকেই সে নানি ও খালার কাছে থাকে। এর মধ্যে পাঁচ মাস বয়সের সময় শিশুটিকে পেতে বাবা আদালতের দ্বারস্থ হন। তবে আদালত শিশুটিকে নানি ও খালার জিম্মায় রাখার আদেশ দেন। সেখানে অন্তত সাত বছর রাখার কথা বলা হয়। পরে বাবা রিভিশন আবেদন করলে গত বছরের ২২ সেপ্টেম্বর পাবনার অতিরিক্ত জেলা জজ আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন। আর সেই আদেশ বাতিল চেয়ে নানি হাইকোর্টে আবেদন করেন। 

হাইকোর্ট শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তাঁরা আজ হাজির হন। আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা বলে। এরপর হাইকোর্ট শিশুটিকে নানির জিম্মায় দেন। 

নানি জাহানারা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২