হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরী নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি, এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকেরহাটি ও তুলশীখালি দুটি গ্রামে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়। 

চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল, চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। 

মানববন্ধনে রানু বেগম বলেন, ‘কয়েক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ 

চিত্রকোট ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহীদুল খান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরী নদী ভাঙন দেখা দিয়েছে। এতে চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনো শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।’ 

তিনি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

চিত্রকোট ইউপির চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ‘ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। নদীভাঙন দিন দিন দীর্ঘ হচ্ছে এবং নিঃস্ব মানুষের তালিকাও বড় হচ্ছে। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ