হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জালে ধরা পড়া এক কাতল ৫২ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ধরা পড়া কাতল। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ, যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়। আজ রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে চানমিয়ার জালে মাছটি ধরা পড়ে।

জেলে চানমিয়া জানান, ভোররাতে একটি ট্রলারে তিনি তার দলের লোকজন নিয়ে নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পান না তাঁরা। পরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সেখানে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে পরেন বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া সাইদ মোল্লার মাছের আড়তে ওজন দিয়ে দেখেন ৩২ কেজি ৬০০ গ্রাম মাছটি।

স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জেলে চানমিয়া মাছটি দৌলতদিয়া ঘাটের সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ১৬০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন