হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ডাব চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব চুরির আপবাদে এক শিশুকে (১০) নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বিষয়টি। এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজারে শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার ওই শিশুর মা জানান, মঙ্গলবার সকালে তাঁর ছেলে স্কুলে যায়। দুপুরে স্কুলের টিফিনের সময় ছেলেকে শ্যামবাজার এলাকার হেমায়েত শেখের ছোট ভাই ইউসুফ শেখ স্কুলের মাঠ থেকে গেঞ্জি ধরে টেনে ভ্যানে তুলে তাঁর বাড়িতে নিয়ে যান। ডাব চুরির অপবাদ দিয়ে হেমায়েত শেখ তাঁর ছেলের দুই হাত রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তাঁকে শ্যামবাজারে এনে চান্দিনার লোহার পাইপের সঙ্গে দুই হাত বেঁধে রাখেন। একপর্যায়ে হেমায়েত শেখ লোকের মাধ্যমে তাঁর স্বামীর কাছে খবর পাঠান—তাঁর ছেলেকে বাজারে বেঁধে রাখা হয়েছে, ছাড়িয়ে না আনলে থানায় পাঠিয়ে দেওয়া হবে। পরে বিষয়টি জানতে পেরে রাতইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ওই শিশুকে বাড়িতে দিয়ে যান।

ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ডাব চুরির অপবাদে শিশু নির্যাতনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুকে হেমায়েত শেখের জিম্মা থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে দিয়ে আসি।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হেমায়েত শেখ বলেন, ‘আমার গাছের দুটি ডাব চুরি করায় আমার ভাই ইউসুফ শেখ ওকে ধরে বাড়িতে নিয়ে আসে। আমি ওর অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য মাছবাজারে এনে দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছিলাম। পরে রবিউল মেম্বার এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘শিশু নির্যাতনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু