হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজদের সন্ধান পেতে ডিজিএফআই কার্যালয়ের সামনে স্বজনদের ভিড় 

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা 

বিগত কয়েক বছরে অপহরণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান পেতে রাজধানীর মিরপুরে কচুখেত এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর কার্যালয়ের (ডিজিএফআই) সামনে ভিড় করছেন তাঁদের স্বজনেরা। টাঙ্গাইল, রাজশাহী, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তাঁরা।

কারও ভাই, কারও স্বামী, সন্তানদের খোঁজে আজ বুধবার সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন তারা। কেউ কেউ মুক্তি পাচ্ছেন এমন সংবাদে স্বজনকে ফিরে পেতে আশাবাদী হয়ে উঠছেন তারা।

মাদারীপুর জেলার রাজুক উপজেলা থেকে স্বামীর খোঁজে আসা নাদিরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর জুটের ব্যবসা করত আমার স্বামী। ২০১১ সালে ডিসেম্বরের মাসের ৮ তারিখে মিরপুর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। কদমতলি থানায় জিডি করেছিলাম। জিডি করার পর পুলিশ থানায় আসতে নিষেধ করে দিয়েছিল।’

মো. ইউসুফ নামের এক ব্যক্তি ভাইয়ের সন্ধান পেতে রাজশাহী থেকে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই ইসমাইল হোসেনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে গোদাগাড়ী উপজেলা চত্বর থেকে র‍্যাব-৫ তুলে নিয়ে যায়। সাদা পোশাকে হাইস গাড়িতে করে নিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। থানায় জিডি করলেও তারা কোনো সুরাহা করেনি।’

তিনি আরও বলেন, ‘এরপর থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আয়নাঘর থেকে অনেকে মুক্তি পাচ্ছে খবর পেয়ে আজকে এসেছি। আশা করছি আমার ভাইকে খুঁজে পাব।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার