হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজদের সন্ধান পেতে ডিজিএফআই কার্যালয়ের সামনে স্বজনদের ভিড় 

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা 

বিগত কয়েক বছরে অপহরণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান পেতে রাজধানীর মিরপুরে কচুখেত এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর কার্যালয়ের (ডিজিএফআই) সামনে ভিড় করছেন তাঁদের স্বজনেরা। টাঙ্গাইল, রাজশাহী, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তাঁরা।

কারও ভাই, কারও স্বামী, সন্তানদের খোঁজে আজ বুধবার সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন তারা। কেউ কেউ মুক্তি পাচ্ছেন এমন সংবাদে স্বজনকে ফিরে পেতে আশাবাদী হয়ে উঠছেন তারা।

মাদারীপুর জেলার রাজুক উপজেলা থেকে স্বামীর খোঁজে আসা নাদিরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর জুটের ব্যবসা করত আমার স্বামী। ২০১১ সালে ডিসেম্বরের মাসের ৮ তারিখে মিরপুর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। কদমতলি থানায় জিডি করেছিলাম। জিডি করার পর পুলিশ থানায় আসতে নিষেধ করে দিয়েছিল।’

মো. ইউসুফ নামের এক ব্যক্তি ভাইয়ের সন্ধান পেতে রাজশাহী থেকে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই ইসমাইল হোসেনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে গোদাগাড়ী উপজেলা চত্বর থেকে র‍্যাব-৫ তুলে নিয়ে যায়। সাদা পোশাকে হাইস গাড়িতে করে নিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। থানায় জিডি করলেও তারা কোনো সুরাহা করেনি।’

তিনি আরও বলেন, ‘এরপর থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আয়নাঘর থেকে অনেকে মুক্তি পাচ্ছে খবর পেয়ে আজকে এসেছি। আশা করছি আমার ভাইকে খুঁজে পাব।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই