হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজদের সন্ধান পেতে ডিজিএফআই কার্যালয়ের সামনে স্বজনদের ভিড় 

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা 

বিগত কয়েক বছরে অপহরণের শিকার হয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান পেতে রাজধানীর মিরপুরে কচুখেত এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর কার্যালয়ের (ডিজিএফআই) সামনে ভিড় করছেন তাঁদের স্বজনেরা। টাঙ্গাইল, রাজশাহী, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তাঁরা।

কারও ভাই, কারও স্বামী, সন্তানদের খোঁজে আজ বুধবার সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন তারা। কেউ কেউ মুক্তি পাচ্ছেন এমন সংবাদে স্বজনকে ফিরে পেতে আশাবাদী হয়ে উঠছেন তারা।

মাদারীপুর জেলার রাজুক উপজেলা থেকে স্বামীর খোঁজে আসা নাদিরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর জুটের ব্যবসা করত আমার স্বামী। ২০১১ সালে ডিসেম্বরের মাসের ৮ তারিখে মিরপুর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। কদমতলি থানায় জিডি করেছিলাম। জিডি করার পর পুলিশ থানায় আসতে নিষেধ করে দিয়েছিল।’

মো. ইউসুফ নামের এক ব্যক্তি ভাইয়ের সন্ধান পেতে রাজশাহী থেকে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই ইসমাইল হোসেনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে গোদাগাড়ী উপজেলা চত্বর থেকে র‍্যাব-৫ তুলে নিয়ে যায়। সাদা পোশাকে হাইস গাড়িতে করে নিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। থানায় জিডি করলেও তারা কোনো সুরাহা করেনি।’

তিনি আরও বলেন, ‘এরপর থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আয়নাঘর থেকে অনেকে মুক্তি পাচ্ছে খবর পেয়ে আজকে এসেছি। আশা করছি আমার ভাইকে খুঁজে পাব।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট