হোম > সারা দেশ > ঢাকা

ওয়ারীতে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ফারুক (৩৮)।

আজ সোমবার বেলা ১২টার দিকে টিপু সুলতান রোডের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ওই যুবকের নিজেদের বাড়ি গেন্ডারিয়ার শাহ সাহেব লেনে। ভবঘুরে ও মাদকাসক্ত হওয়ায় প্রায় ২৫ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

শফিউল আলম প্রাথমিকভাবে জানান, গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো একসময়ে টিপু সুলতান রোডের ওই পরিত্যক্ত বাড়িতে চুরি করতে গিয়েছিল ওই যুবক। সেখানে দরজার চিপায় আটকে পড়ে মারা যায়। দেখতে পেয়ে স্থানীরা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রথমে তাঁর পরিচয় শনাক্ত না হলেও পরে স্থানীয়দের সহায়তায় তাঁর নাম-ঠিকানা জানা যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি