হোম > সারা দেশ > গাজীপুর

‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব’, শ্রীপুরে বন কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা কেটে নেওয়ার খবরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীরা ছুটে গেলে যুবদল নেতার হুমকির মুখে পড়েন। ছবি: সংগৃহীত

‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব। জীবনে শেষ করে দিব। অফিস থেকে বের করে দিব, আরেক দিন বনে আসলে জীবনে মেরে ফেলব।’ ধারালো অস্ত্র নিয়ে যুবদল নেতা এই হুমকি ও ধাওয়া করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ কয়েক বনকর্মীকে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা কেটে নেওয়ার খবরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীরা ছুটে গেলে যুবদল নেতার হুমকির মুখে পড়েন।

এ ঘটনায় শ্রীপুর পৌর যুবদলের সদস্য মো. কবির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান। অভিযুক্ত কবির হোসেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। অপর অভিযুক্তরা হলেন, সবুজ মিয়া ও আলমগীর হোসেন।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা কেটে নেওয়ার খবরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীরা ছুটে গেলে যুবদল নেতার হুমকির মুখে পড়েন। ছবি: সংগৃহীত

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, ‘আজ দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শ্রীপুর পৌরসভার লোহাগাছ মৌজার সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি চক্র গজারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। এমন খবরে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার পরপরই গাছ কাটার বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা তেড়ে এসে হুমকিধমকি দিতে থাকেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল ছিল তাঁর সঙ্গে।

বন কর্মকর্তা বলেন, ‘ওই নেতা হুমকি দেন যে “এরপর বনে আসলে জীবনে মেরে বনের ভেতর ঝুলিয়ে রাখব। এটা তোর বাবার জমি? তোর বাবার গাছ এগুলো? এগুলো নিতে দিব না। তুই যা করতে পারিস কর। তুই মামলা দিবে দে, একটা কাটা গাছও নিয়ে যেতে দিব না। যা পারিস করিস।” এরপর আমাদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। আমি বনকর্মীদের নিয়ে দৌড়ে পালিয়ে আসি।’

রেঞ্জ কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন তিনটি গাড়িতে করে কাটা গাছ নিয়ে চলে যায় ওই চক্র। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা কবির হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক