হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৬

ঢামের প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি রুলিং স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লি বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন আরও ৬ জন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার রহিমা গ্রুপের ‘আরআইসিএল স্টিল মিলে’ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নিহতের নাম জানা গেছে শংকর (৪০)। 

আর দগ্ধরা হলেন, মো. জুয়েল (২৫), গোলাম রব্বানী (রাব্বি) (৩৫), মো. ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। 

কারখানাটির সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, তারা কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন গুরুতর দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে শংকর নামে একজন মারা যায়। 

এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। এবং ৬ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন