হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে গুলশানে স্পা সেন্টার থেকে ৫৪ জন আটক, এক সপ্তাহের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারের একাধিক নারী কর্মীসহ ৫৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১। গতকাল রোববার মধ্যরাতে গুলশান-১-এ আরএম সেন্টার নামে একটি ভবনের চারতলা থেকে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের এক সপ্তাহের জেল দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, রোববার রাতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে। পরে তাঁদের এক সপ্তাহের জেল দেওয়া হয়েছে।

এর আগে র‍্যাব-১ সূত্রে জানা যায়, তাঁদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আরএম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র‍্যাব।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান