হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অপহরণের ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার যুবক 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ১৮ দিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে মো. রবিউল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিউল মানিকগঞ্জের সিঙ্গাইরের গাড়াদিয়া এলাকার বাসিন্দা।  

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। 

পুলিশ জানান, গত ১৬ মার্চ সকালে স্কুলে যাওয়ার সময় ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। ১৮ দিনেও সন্ধান না পেয়ে গত ২ এপ্রিল ঘিওর থানায় ওই স্কুলছাত্রীর মা মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে রোববার রাতে উদ্ধার করে পুলিশ। অপহরণের অভিযোগে মো. রবিউল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে মানিকগঞ্জের ডিবি পুলিশের একটি দল। 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং জবানবন্দির জন্য ওই স্কুলছাত্রীকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত যুবককে ঘিওর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর মা নির্যাতন দমন আইনে থানায় অভিযোগ করেন। পরে মামলা রুজু হয়। আগামীকাল (মঙ্গলবার) সকালে গ্রেপ্তারকৃত মো. রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে