হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন: মমতাজ 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। আপনাদের সংসারের খেয়াল রাখেন। শেখ হাসিনাকে আপনারা মনে রাখবেন কারণ, তার সরকার মাতৃত্বকালীন ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতাসহ নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।’

আজ সোমবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের বনগাজা গ্রামে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, ‘একজন নারীকে তার সন্তান বা স্বামী যদি ভাত না দেন, শেখ হাসিনার সরকার কিন্তু তাদের ভাতার ব্যবস্থা করেছেন। অনেক নারী আমাকে বলেন, আমার সন্তান আমাকে ভাত দেয় না, কিন্তু শেখ হাসিনা আমাকে ভাত দেয়।’

তিনি বলেন, ‘আমাকে যদি নৌকার মনোনয়ন দেওয়া হয়। নৌকায় ভোট দেওয়া মানে শেখ হাসিনাকে ভোট দেওয়া। কারণ, আমি যদি বিজয়ী হই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবেন।’

মমতাজ বেগম আরও বলেন, ‘দেশে যে উন্নয়ন হয়েছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে আরও কয়েকগুণ বেশি উন্নয়ন হবে। আর যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, ভালো ভালো উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করে দেবেন। তারা প্রথমে দেশের উন্নয়ন বাদ দিয়ে আগে তাদের পেট ভরবে।’

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব