হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন এবং শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। তাঁদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। গুরুতর আহত দুই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। এ সময় অলি খানসহ আরেক যুবক গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার সময় তাঁরাও মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।’

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার