হোম > সারা দেশ > ঢাকা

শিমুলিয়া ঘাট আমাদের ঐতিহ্য, আবারও ফেরি চালু হবে: উপদেষ্টা সাখাওয়াত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আজ বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর এক অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

ঐতিহ্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, ‘পদ্মা সেতু থাকলেও শিমুলিয়া ঘাটের প্রয়োজনীয়তা এখনো অপরিহার্য। এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, এই ঘাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাস্তব জীবনের অংশ।’

আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বিআইডব্লিউটিএর বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, ‘উন্নত বিশ্বে নদী রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেশেও এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকা। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় কার্যকর খননের (ড্রেজিং) কোনো বিকল্প নেই।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শিমুলিয়া ঘাট নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি, এই স্থানে একটি ঘাট থাকা জরুরি। বিশ্বের অনেক উন্নত দেশে, বিশেষ করে জার্মানির মতো দেশে আধুনিক সেতু থাকার পরেও ঐতিহ্যবাহী নৌঘাটগুলো সংরক্ষিত রয়েছে এবং তা অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।’

সেমিনারে বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিক মানের বন্দরসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন তা থেকে তিনটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তিনি দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন এবং ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (অব.) ক্যাপ্টেন মো. শাহ জাহান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন প্রমুখ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে