হোম > সারা দেশ > ঢাকা

আপাতত এক্সপ্রেসওয়েতে চলবে না বিআরটিসির ৭৯টি বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে আগামীকাল সোমবার ৭৯টি বাস চালানোর পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে বিকেলে সিদ্ধান্ত দিয়ে রাতেই তা পাল্টে ফেলেছে তারা। আপাতত এই পরিকল্পনা থেকে সরে এসেছে বিআরটিসি। 

আজ রোববার রাতে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তবে বিকেলে তিনি জানিয়েছিলেন, আগামীকাল থেকে বাসগুলো চলবে। 

এখনই বাস না চলার বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনই চালু করছি না। এক্সপ্রেসওয়ের র‍্যাম্পগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করা যায়।’ 

বিকেলে তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল (সোমবার) থেকে বাসগুলো চলাচল করবে। যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। 

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। আজ ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ