হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ এস এম কামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার এস এম কামাল। ছবি: সিআইডি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল।

গত ৪ আগস্ট ধানমন্ডি লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আন্দোলনকারী আব্দুল্লাহ সিদ্দিক নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করা হয়। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তের অংশ হিসেবে আমরা বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছি।’

সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর থেকেই এস এম কামাল হায়দার আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস