হোম > সারা দেশ > গাজীপুর

কলেজছাত্র হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার 

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কলেজছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও তাঁতীলীগ নেতা মো. হুমায়ুন কবির মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শ্রীপুর থানা-পুলিশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে, শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার মো. হুমায়ুন কবির মৃধা (৩৮) উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত কেরামত আলী মৃধার ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও কাওরাইদ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক। তিনি এজাহারভুক্ত আসামি নন। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবর রহমান বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয় কলেজছাত্র আসীর ইনতিশারুল হক। এ ঘটনায় নিহতের বাবা আ হা মা এনামুল হক বাদী হয়ে গত ৪ অক্টোবর একটি হত্যা মামলা করে। 

এই মামলায় ১২৭ জনের নাম উল্লেখ করা আছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে