হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রা: অচেনা কমলাপুর রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাত সদস্য নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া যাবেন রফিকুল ইসলাম। ঢাকায় একটি প্রকল্পে রাজমিস্ত্রির কাজ করেন। আজ রোববার কমলাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে সিরাজগঞ্জ এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন। ট্রেনটির ছাড়ার সময় ৪টা ১৫ মিনিটে।

রফিকুল আজকের পত্রিকাকে বলেন, গতবার ঈদের সময় তো টিকিটই পাননি। এত ভিড় যে স্টেশনে ঢুকতে জীবন শেষ হয়ে গেছিল! তবে এবার একদম ফাঁকা স্টেশন। তাঁদের পরিবারের সাত সদস্যই স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তবে উল্লাপাড়া নয়, তার আগের স্টেশন জামতৈলে।

বেলা ৩টা ৩০ মিনিটে এই প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। এই ট্রেনটির ছাড়ার সময় ৩টা ১০ মিনিটে। তবে এর আগে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেসের কারণে সেটি সিগন্যালিংয়ে রয়েছে। সিল্কসিটি তেজগাঁও স্টেশন পার হলে উপকূল ছেড়ে যাবে।

উপকূল এক্সপ্রেসের শেষের দিকের ৪টি বগি আসন ও দাঁড়িয়ে থাকা যাত্রীতে পরিপূর্ণ। ছাড়ার সময় অতিক্রম করায় বেশির ভাগ বগির দরজা আটকানো হয়েছে।

নোয়াখালীগামী যাত্রী সোহেল রানা জানান, স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন তিনি। তবে শুনেছেন ২৫ শতাংশ দেওয়া হয়। কিন্তু বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীর পরিমাণ বেশি। আগের বার থেকে এবার স্টেশনের দৃশ্য পুরোপুরি আলাদা।

মাহাফুজুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঈদের আগে অগ্রিম টিকিটে ষষ্ঠ দিনে এমন কমলাপুর সাধারণত থাকে না। এবার কয়েকবার টিকিট চেক করা হয়েছে। নির্ধারিত আসনেও বসতে পেরেছেন।

আজ অগ্রিম টিকিটে যাত্রার ষষ্ঠ দিন। আজ নির্ধারিত আসনে তাঁরাই যেতে পারছেন, যাঁরা ২৯ মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন। অগ্রিম টিকিটের যাত্রা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এবার সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে।

এদিকে আজও কঠোর কড়াকড়ির মাধ্যমে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে যাত্রীদের। শুরুর দিকে বাঁশের গেটে একবার টিকিট চেকের পর প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার ও শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে ঢোকার আগে একবার।

এবার শুরুর দিকে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সকাল থেকেই এসব কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় হয়েছে। তবে বাড়তি চাপ নেই। বিকেলে ছেড়ে যাবে সিরাজগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস।

ঢাকা বাণিজ্যিক পরিদর্শক মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁরা ছয় দিন ধরেই সকাল ৫টা ৫০ মিনিটে চেকিং শুরু করেন। কয়েকটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সঙ্গে রয়েছেন।

এদিকে অভিযোগ রয়েছে, স্টেশনে নিরাপত্তায় থাকা আনসার বাহিনীর সদস্যরা অসাধু উপায় অবলম্বন করে যাত্রীদের টিকিট ছাড়া স্টেশনে ঢুকিয়ে দিচ্ছেন।

রেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আনসার সদস্যদের একটা দল যাত্রীদের থেকে ২০০ টাকা নিয়ে স্টেশনে প্রবেশ করিয়ে দেওয়ার প্রমাণ তাঁরা হাতেনাতে পেয়ে যান। এর পরিপ্রেক্ষিতে সেই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, এই বাহিনীর সদস্যরা তাঁদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। যে কাজ তাঁদের করার কথা, সেগুলো ঠিকভাবে করেন না।

মজিবুর রহমান বলেন, এমন একটা ঘটনা ঘটেছে এর জন্য একজন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে আজ সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৩৮টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে সকালে একতা এক্সপ্রেস ৪৫ মিনিট এবং বুড়িমারী এক্সপ্রেস ৩০ মিনিটে বিলম্বে ছাড়ে।

সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। দুটি ট্রেন একটু বিলম্বে ছেড়েছে। এর কারণ ট্রেন দুটি আসতে দেরি করেছে। সে জন্য ছাড়তেও একটু দেরি হয়েছে। বাকি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন