হোম > সারা দেশ > মানিকগঞ্জ

লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল: নির্বাচনী প্রচারে জাপা প্রার্থী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি প্রার্থী হয়েছি। তাই মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে এককাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।’ ওই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল আলম রুবেল এই মন্তব্য করেছেন। 

আজ মঙ্গলবার ঘিওর উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় আওয়ামী লীগ নেতারাও তাদের বক্তব্যে নৌকাই লাঙ্গল-লাঙ্গলই নৌকা এমন স্লোগানে ভোট প্রার্থনা করেন। 

মো. জহিরুল আলম রুবেল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি এই আসনে প্রার্থী হয়েছি। তাই মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আপনারা লাঙ্গলে ভোট দিলেই জিতবে নৌকা। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে এককাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। 

বক্তব্য দেন–জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহেলা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ ঘিওর উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু