হোম > সারা দেশ > মানিকগঞ্জ

লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল: নির্বাচনী প্রচারে জাপা প্রার্থী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি প্রার্থী হয়েছি। তাই মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে এককাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।’ ওই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল আলম রুবেল এই মন্তব্য করেছেন। 

আজ মঙ্গলবার ঘিওর উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় আওয়ামী লীগ নেতারাও তাদের বক্তব্যে নৌকাই লাঙ্গল-লাঙ্গলই নৌকা এমন স্লোগানে ভোট প্রার্থনা করেন। 

মো. জহিরুল আলম রুবেল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি এই আসনে প্রার্থী হয়েছি। তাই মানিকগঞ্জ-১ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আপনারা লাঙ্গলে ভোট দিলেই জিতবে নৌকা। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে এককাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। 

বক্তব্য দেন–জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহেলা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ ঘিওর উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির