হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গ্রেপ্তার গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানার পুলিশ।

আটক শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরনের মেয়ে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জসুদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়দেবপুর থানা এলাকায় একটি মিছিলে হামলার করে শিশুকে পঙ্গু করার মামলার এজাহারভুক্ত আসামি শাহীদা আক্তার জসুদা।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রীর হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে জুট ব্যবসা করতেন।

ওসি আব্দুল হালীম বলেন, ‘মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা আওয়ামী লীগের সময়ে ঝুটের ব্যবসা করতেন। তিনি সদস্য ছিলেন। গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়ণগঞ্জের মেয়র আইভী গ্রেপ্তারের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ত থাকার তথ্য আমাদের কাছে আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় বিজ্ঞ আদালতে তাঁকে হাজির করব। পরে তাঁর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাওয়া হবে।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ