হোম > সারা দেশ > ঢাকা

গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে লাগা এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ধূপখোলা মাঠের পাশে ওয়াসার পানির লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছিল। সে সময় গ্যাসের লাইন লিকেজ হওয়ায় আগুনের এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়াসার লাইনের কাজ চলছে ওই এলাকায়। সে সময় ওয়াসার কর্মীদের অসাবধানতার কারণে গ্যাসের লাইন লিকেজ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসেছিল। তারা আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিভে যায়।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিল। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে বলে জানান তিনি।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান