হোম > সারা দেশ > ঢাকা

নির্মূল কমিটির শাহরিয়ার কবির কারাগারে, আরও দুই মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে যাত্রাবাড়ী থানায় করা আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আদেশে নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোসহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে শাহরিয়ার কবিরকে রাজধানীর রমনা থানায় দায়ের করা গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় আদালতে হাজির করা হয়।

এই মামলায় নতুন কোনো রিমান্ডের আবেদন না করায় শাহরিয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

পরে শাহরিয়ারকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

১৭ সেপ্টেম্বর শাহরিয়ারকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

নতুন দুটি মামলার একটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফ নামে এক যুবকের। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এ ছাড়া রফিকুল ইসলাম নামে একজন গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী নার্জিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেন মামলার ঘটনার তদন্তের স্বার্থে শাহরিয়ার কবিরকে ভবিষ্যতের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার