ফরিদপুরের সদরপুর উপজেলায় সাজন খালাসি (৪০) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রপাড়া ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সাজন উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের খালাশিডাঙ্গি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার সকালে চন্দ্রপাড়া পদ্মার ঘাটে গাছের সঙ্গে রশি দিয়ে সাজনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।