হোম > সারা দেশ > নরসিংদী

বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রায়পুরার চাষিদের, চারা রোপণে ব্যস্ত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

কম খরচে আউশ ধানের ভালো ফলনে খুশি নরসিংদীর রায়পুরার চাষিরা। এরই মধ্যে আউশ কাটা, মাড়াই-ঝাড়াই এর পর সংগ্রহের ফাঁকে আমন ধানের চারা রোপণের মৌসুম চলছে। শুরুতে খরায় পানির অভাবে চাষাবাদ ব্যাহত ছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে চাষিদের মাঝে ফিরেছে স্বস্তি। আমন চাষাবাদে ব্যস্ততা বেড়েছে। 

উপজেলার মুছাপুর, মির্জাপুর, মহেষপুর, রায়পুরা, উত্তর বাখরনগর, পলাশতলী, মির্জানগর, অলিপুরা, মরজাল, আমিরগঞ্জ ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় গিয়ে দেখা গেছে, আমন চাষিরা বৃষ্টির পানিতে জমি প্রস্তুত, হাল-চাষ, চারা ওঠানো ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। 

স্থানীয় কৃষক স্বপ্ন বিশ্বাস, বাদল মিয়া, শফিকুল ইসলাম, আব্দুর রহমানসহ আরও কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ‘আউশ ধান চাষে খরচ কম অতিরিক্ত ফসল ঘরে তুলে আমন চাষে নেমে পরি। শুরুতে বৃষ্টি না থাকায় সেচের পানিতে বেশির ভাগ জমি তৈরি করতে হয়েছে। টানা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। এখন বাকি জমি প্রস্তুত করে রোপণে ব্যস্ত। টানা বৃষ্টিতে রোপণে সহজ হয়েছে।’ 

চাষি দিন ইসলাম বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে ৩ বিঘা জমিতে চারা রোপণ করেছি।’ 
 
আরেক চাষি হারুন বলেন, ‘গত মৌসুমে দাম ও ফলন বেশ ভালো পাওয়ায় এবারও চাষের জন্য বীজতলা তৈরি করেছি। বীজতলা থাকায় জমি প্রস্তুত করছি। চলতি মৌসুমে সার কীটনাশকসহ সেচ খরচ বাড়বে। আগামীতে বৃষ্টি না হলে খরচ বেড়ে যাবে। টানা বৃষ্টি না হওয়ায় আউশ ধান ফলন কম হয়েছে। তবুও লাভের আশার স্বপ্ন বুনব।’ 

উপজেলা কৃষি কার্যালয় বলছে, ইতিমধ্যে চাষিরা জমি তৈরি ও ধানের চারা রোপণে খুব ব্যস্ত। আশা করি আগামী ২ সপ্তাহের মধ্যে রোপণ শেষ হবে। চলতি মৌসুমে ৯০০ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি মৌসুমে ৬৫০ জন উপকারভোগী কৃষকের মাঝে সরকারিভাবে উচ্চফলনশীল (উফশী) জাতের পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়। ইতিমধ্যে ৬০০ হেক্টর জমিতে বীজতলা রোপণ করা হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাতের মাধ্যমে এ মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায়। তাই এ মৌসুমে সেচের খরচ কম হয়। তবে চলতি মৌসুমে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চাষাবাদে দেরি হয়েছে। টানা বৃষ্টিপাতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে