হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসিতে এডিস নিধন অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় এডিস নিধন অভিযান চালানো হয়েছে। এ সময় এডিসের লার্ভা পাওয়ায় নয়টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডিএসসিসির ধানমন্ডি, হাতিরপুল, তিলপা পাড়া, চকবাজার, উর্দু রোড, কোর্ট হাউস, তাঁতি বাজার, শাঁখারি বাজার, জুরাইন, কদমতলী, গ্রিন মডেল টাউন, ডেমরা ও কাজলার পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মোট ৪৫৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে নয়টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় নয় মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল ইসলাম রুমি ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি ও ১৬ নম্বর ওয়ার্ডের দুইটি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম ১ নম্বর ওয়ার্ডের তিলপা পাড়া এলাকায় দুইটি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান ২৮ নম্বর ওয়ার্ডের চকবাজার ও উর্দু রোড এলাকায় একটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় এক মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ ৭৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বনশ্রী এলাকায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ চন্দ্র দেবনাথ ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরা এলাকায় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৬৩ নম্বর ওয়ার্ডের কাজলার পাড় এলাকায় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ