হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

জানা যায়, বিক্ষোভে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে শিল্পাঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে শ্রমিকেরা বলেন, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসে অন্তত ৮০০ থেকে ৯০০ শ্রমিক কাজ করেন। আমাদের কারও দুই মাস, আবার কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে। 

মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কর্তৃপক্ষ তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছেন। মালিক কর্তৃপক্ষকে বেতন দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত তাঁরা কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেননি। 

আকলিমা আক্তার নামে এক নারী শ্রমিক বলেন, ‘বেতন না পাওয়ায় শ্রমিকেরা কষ্টে দিন কাটাচ্ছেন। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। একদিকে রমজান মাস, আবার সামনে চলে আসছে ঈদ এবং বাড়িভাড়া বাকি—সবকিছু মিলে ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে।’ 

শ্রমিকদের দাবির বিষয়ে জানতে বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার কলটি কেটে দেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করে আসছিলাম। তাঁরা তখন আমাদের আশ্বাস দিয়েছিলেন যে গত ১৮ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবেন, কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের বেতন বুঝিয়ে দেওয়া হয়নি।’ 

ওসি আরও বলেন, বেপজা শ্রমিকদের বেতনের বিষয়টি দেখবে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সতর্ক রয়েছে। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকেরা বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হই। 

পুলিশ সুপার আরও বলেন, শ্রমিকেরা যেন আবারও কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারেন, সে জন্য ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট