ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এবং হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
আজ দুপুরে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
ওসি জানান, আজ সোমবার সকালে ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
দুর্বৃত্তরা এসব ককটেল ফেলে গিয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিলে ককটেলগুলো নিয়ে যায় তারা।
এদিকে ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ১টি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়।