হোম > সারা দেশ > ঢাকা

এইচএসসির ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেলেন ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এক ভিক্ষুক। তাঁর কাছ থেকে খাতাগুলো মুরাদ হাসান নামে এক ব্যক্তি নিয়ে জমা দিয়েছেন কাফরুল থানায়।

আজ বুধবার সকাল সাড়ে আটটায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে মুরাদ হোসেন খাতাগুলো দেখতে পান এক ভিক্ষুকের কাছে। প্রথমে সন্দেহ হলে ভালো করে যাচাই করে দেখতে পান এগুলো এইচএসসি পরীক্ষার খাতা। 

এই বিষয়ে মুরাদ হোসেন বলেন, ‘মিরপুর গোল চত্বরে আসার পর আমি একটা জটলা দেখে এগিয়ে যাই। এরপর দেখি কিছু ভিক্ষুক এক বান্ডিল মতো খাতা নিয়ে তা বিক্রি করার জন্য আলোচনা করছে। তাঁরা আমাকে জানায় এইগুলো রাস্তায় কুড়িয়ে পেয়েছে।’ 

মুরাদ হোসেন আরও বলেন, ‘খাতাগুলো নিয়ে যাচাই করে দেখি তা চলমান এইচএসসি পরীক্ষার। খাতার ওপরে ঢাকা শিক্ষা বোর্ডের কাগজ দিয়ে বাধা ছিল। সেই সঙ্গে ইংরেজি প্রথম পত্র ও কোড নম্বর দেওয়া ছিল। খাতার বান্ডিলে ৫০টি খাতা এমনও উল্লেখ করা ছিল। পরে খাতাগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিলে ঢাকা বোর্ড থেকে যোগাযোগ করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী খাতাগুলো কাফরুল থানায় জমা দেই।’ 

খাতা পাওয়ার কথা নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার রুমি বলেন, ‘থানায় খাতার একটা বান্ডিল জমা দেওয়া হয়েছে। একজন পথচারী খাতাগুলো রাস্তায় কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন।’

জানা গেছে, উত্তরপত্রগুলোর দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. ইব্রাহীম হুসাইন। এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘আমরা খাতাগুলো থানা থেকে এনেছি এবং দোষী পরীক্ষককে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে