হোম > সারা দেশ > ঢাকা

ময়লার বিল তোলার নামে বাসায় ঢুকে ডাকাতি, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ময়লার বিল নেওয়ার অজুহাতে বাসায় ডাকাতি হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের হাজি রহিম বক্স লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর একই দিন রাতে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাত দলের নেতা আজিজুল হক, মো. জিসান, রেজাউল করিম রেজা ও হাসনাইন। এ সময় ডাকাতির দেড় লাখ টাকা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় অভিনব উপায়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। তিনি জানান, গতকাল সকালে চকবাজারের হাজি রহিম বক্স লেনের একটি বাসায় দরজা কড়া নেড়ে ময়লার বিল দেওয়ার কথা বলে। বিল দেওয়ার জন্য বাসার লোকজন দরজা খোলার সঙ্গে সঙ্গে ছয়-সাত ব্যক্তি বাসায় ঢুকে দরজা-জানালা বন্ধ করে দেয়। 

বাসার সবাইকে নিয়ন্ত্রণে নেওয়ার পরেই ডাকাত দলের একজন বাসার কর্তার গলায় চাকু ধরে শব্দ না করার হুমকি দেয়। এ সময় বাসার সবার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। বাসায় থাকা টাকাপয়সা ও মূল্যবান সামগ্রী বের করতে বলে। না হলে হত্যার হুমকি দেওয়া হয়। এ দৃশ্য দেখে সাত বছর বয়সী মেয়ে চিৎকার করলে তাকেও ভয় দেখানো হয়। সবাইকে জিম্মি করে আলমারি থেকে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে থাকা ৩৮ হাজার টাকা নিয়ে নেয়।

এসি জায়েন উদ্দীন আরও বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চকবাজার থানার একাধিক দল ডাকাত দলটিকে গ্রেপ্তারে অভিযানে নামে। রাতেই গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ লাখ ৪৮ হাজার টাকা ও দুটি চাকু উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে