হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় অভিযুক্ত চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা।

আজ রোববার বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর সাড়ে ১২টায় শিক্ষক সমিতির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুতফর রহমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কোনো শিক্ষককে নির্যাতন করা হলে আমরা বসে থাকব না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষকের মর্যাদাকে সমুন্নত রাখতে হবে।’ এ ছাড়া এই ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদসহ সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ‘অধ্যাপক নজরুল ইসলামের ওপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে তা দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর বিগত সময়ে হয়েছে বলে আমার জানা নেই। আমার বিভাগের সহকর্মীর ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক নজরুল ইসলাম খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে দায়িত্ব পালনকালে স্থানীয় চেয়ারম্যান এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ কর্তৃক হামলার শিকার হন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামের মহারাজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের বাড়িসংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। গত ৬ মে লিখিত প্রতিবাদলিপিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জবি শিক্ষক সমিতি।

হাদি হত্যা: ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

‎মোহাম্মদপুরে বস্তিতে অগ্নিকাণ্ড

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম