হোম > সারা দেশ > ঢাকা

১০ হাজার টাকায় নাতিকে বিক্রি করে দিলেন দাদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দাদির হাতে বিক্রি হয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মুগদা থানার টিটিপাড়া রেলগেট এলাকা থেকে গতকাল সোমবার শিশুটিকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে শিশু উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের (সবুজবাগ জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) শোভন চন্দ্র হোড়।

শোভন চন্দ্র হোড় জানান, রাজধানীর মুগদার বাসিন্দা খুরশীদা ইসলাম খুশি। স্বামী দ্বিতীয় বিয়ে করায় দুই ছেলেকে নিয়ে শাশুড়ি হোসনে আরা রিয়ার সঙ্গে থাকতেন তিনি। গত ২ মার্চ খুশির বড় সন্তান অসুস্থ হওয়ায় তাকে দ্রুত মুগদা হাসপাতালে ভর্তি করান তিনি। সেখানে খুশির শাশুড়ির সঙ্গে পাশের বিছানার এক নারী রোগীর সঙ্গে পরিচয় হয়। ওই রোগীর পরিবারে কোনো সন্তান ছিল না। তাই হোসনে আরার ছোট নাতিকে বিক্রি করে দেওয়ার জন্য প্রলুব্ধ করেন তিনি। ওই রোগীর দেওয়া টাকার প্রলোভনে ২২ মার্চ নিজের দুই মাস বয়সী নাতিকে ১০ হাজার টাকায় বিক্রি করে দেন হোসনে আরা। এমনকি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুত্রবধূকেও আটকে রাখেন তিনি। পরে কৌশলে পালিয়ে পুলিশের সহযোগিতা চাইলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় মুগদা থানা-পুলিশ।

পুলিশ জানায়, শাশুড়ির হাত থেকে গত রোববার মুগদা থানায় এসে সন্তান উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন খুশি। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মুগদা থানার টিটিপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দুই মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী মায়ের কোনো অভিযোগ না থাকায় মানবিক কারণে আইনি ব্যবস্থা না নিয়ে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন