হোম > সারা দেশ > গাজীপুর

শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। তাঁর নাম মায়া গোমেজ (৬০)। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপড়া গ্রামের মৃত অন্তনী কস্তার স্ত্রী। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে কালীগঞ্জ থানার পুলিশ। 

এসআই আমিনুল জানান, মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে গাজীপুর থেকে মরদেহ থানায় আনা হলে খবর পেয়ে রাতে নিহতের ছেলে লাকী কস্তা থানায় গিয়ে উদ্ধার হওয়া লাশটি মায়া গোমেজের বলে শনাক্ত করেন। 

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে গত সোমবার সকাল ১০টার দিকে মায়া গোমেজ বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। 

এসআই জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওই এসআই।  

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির