হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আশপাশ এলাকায় যান চলাচল সীমিত থাকবে সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগামীকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। 

এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপ শাহ মাজার ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তা সমূহে সকাল ৭টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। 

কর্মসূচি চলাকালে গণপরিবহন ও জনসাধারণের চলাচলের বিকল্প রুট ব্যবহারের কথা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

যে সকল যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তানে আসবে সেই সকল যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। 

রামপুরা, মৌচাক থেকে শান্তিনগর ও রাজমণি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিঙ্গেল ক্রসিং থেকে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। 

শাহবাগ ও মৎস্য ভবন থেকে আসা গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়িয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। 

সদরঘাট ও কেরানীগঞ্জ থেকে আসা গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়িয়া ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখাঁরপুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। 

ডিএমপি নগরবাসীকে উক্ত এলাকা ও সড়কসমূহ পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের জন্য অনুরোধ করছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত